Tuesday, October 14, 2025

সাদা মাইক্রোবাসে এসে ফেলে যায় বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র!

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র ও নির্বাচনি কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, স্টেডিয়াম এলাকায় আমি একটি স-মিল করছি। বর্তমানে সেটির কাজ চলছে। আমি সেখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি। এর মধ্যে গতকাল সন্ধ্যার দিকে কিছু লোক ওই স্থানে একটি সাদা গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমরা কয়েকজন সেখানে গিয়ে বস্তা ভর্তি এনআইডি কার্ড দেখতে পাই এবং পুলিশে খবর দিই। 

আরও পড়ুনঃ  এমন মাছ আগে দেখেছেন? দেখা মাত্রই মেরে ফেলার নির্দেশ!

বিজ্ঞাপন
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা নির্বাচন অফিসারকে বিষয়টি জানাই। এরপর নির্বাচন অফিসের কর্মকর্তারা এসে গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের প্রায় ১০ হাজার এনআইডি ও নির্বাচনি কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী শনাক্ত করেন। পরে থানায় জিডি করে নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে উদ্ধারকৃত এনআইডি রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, কে বা কারা এসব ফেলে গেছেন তা শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ