Monday, October 13, 2025

হঠাৎ গহীন পাহাড় ঘিরে ফেলল র‌্যাব-বিজিবি, লুকিয়ে ছিল ৮০ জন

আরও পড়ুন

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। অভিযানে বিভিন্ন সময় অপহৃত এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় মানব পাচারকারীরা পাহাড় থেকে যৌথবাহিনীর ওপর গুলি ও পাথর নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে।

বিজ্ঞাপন
সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আরও পড়ুনঃ  বাবার প্রশ্নফাঁসের টাকায় মানবতার ফেরিওয়ালা!

তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণের প্রবণতা বেড়ে চলেছে। এগুলো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সক্রিয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান চালায়।

বিজ্ঞাপন
লে. কর্নেল আশিক বলেন, রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেললে পাচারকারীরা গুলি ও পাথর নিক্ষেপ করে। পরে অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার এবং চার পাচারকারীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কনডেন সেলে মিন্নির অজানা তথ্য ফাঁ..স অবস্থা জানলে স্ত'ব্ধ হয়ে যাবেন

তিনি আরও বলেন, অভিযান থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ