দেশের ৭ জেলার জন্য আসছে নতুন দুর্ভোগের বার্তা। আগামী দুই দিন বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়তে পারে এবং এর ফলে বেশ কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বেড়েছে এবং আগামী ৪৮ ঘণ্টায় এই প্রবণতা আরও বাড়তে পারে।
বিশেষ করে ফেনী জেলায় মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম জেলায় ফেনী নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে, ফলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। তবে আশার কথা, আগামী তৃতীয় দিন থেকে পানি সমতল হ্রাস পেতে পারে, অর্থাৎ পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।