বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) নতুন পণ্য ‘স্বপ্ননীড়’ চালু করেছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। এই পণ্যের আওতায় এক হাজার বর্গফুটের গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। পণ্যটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ১৯ মার্চ।
ঋণ সুবিধার মূল শর্ত
গ্রাহকের ন্যূনতম ১০% নিজস্ব অর্থ থাকতে হবে। অর্থাৎ, যদি আপনার হাতে ৩ লাখ টাকা থাকে, তবে আপনি ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
ঋণের সুদহার অঞ্চলভিত্তিক ভিন্ন হবে:
ঢাকা ও চট্টগ্রাম সিটি: বার্ষিক সুদ ৯%, ২৫ বছরে প্রতি লাখে মাসিক কিস্তি ৮৩৯.২০ টাকা
অন্য অঞ্চল: বার্ষিক সুদ ৮%, ২৫ বছরে প্রতি লাখে মাসিক কিস্তি ৭৭১.২০ টাকা
অতিরিক্ত সুবিধা
বহুতল ভবনের একক ইউনিট নির্মাণের জন্য আরও ঋণ নেওয়া যাবে, সর্বোচ্চ ১৯ লাখ ৫০ হাজার টাকা।
আবেদন ও পরিদর্শন ফিতে ছাড়, যেখানে অন্যান্য ঋণে প্রতি হাজারে ৬ টাকা ফি নেওয়া হয়, স্বপ্ননীড় পণ্যে তা মাত্র ৩ টাকা।
কে পাবেন সুবিধা?
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য স্বল্প আয়ের চাকরিজীবীরা এই পণ্যের মাধ্যমে সহজে গৃহ নির্মাণ করতে পারবেন।
বিএইচবিএফসির চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন জানান, এই অর্থায়ন সুবিধা সমাজের বিশেষ শ্রেণিকে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নির্মাণে সহায়তা করবে।
৭০ বছরেরও বেশি সময় ধরে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে আসছে বিএইচবিএফসি। ‘স্বপ্ননীড়’ এই সংস্থার ১২তম পণ্য, যা স্বল্প আয়ের মানুষের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে।