Saturday, April 12, 2025

‘পিস্তল-শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে, কেন এত লাশ পড়ল?’

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল সারাদেশ। পূর্ব ঘোষিত ডাকা কর্মসূচি অনুযায়ী রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলন করে শিক্ষার্থীরা। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ফলে সারাদেশে মৃত্যু হয়েছে অনেকের।

এ দিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এই উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (৪ আগস্ট) বিকেল ৪টায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ  আদালতে বিচারককে পুলিশ কর্মকর্তার গুলি

এ নির্মাতা ‘সন্ত্রাস থামান’ ক্যাপশনে সেনাবাহিনীর উদ্দেশ্যে লিখেছেন, ‘সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান। তা সে যে পক্ষেরই হোক। যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে?’

তিনি লিখেছেন, ‘কালকে (শনিবার) লাখ লাখ লোক সমাবেশ করল, দেশাত্মবোধক গান গাইল, আমরাতো তাদের কারো হাতে পিস্তল তো দুরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজকে কেন এই সন্ত্রাস? কেন ৪২টি (এখন পর্যন্ত হিসাব) লাশ পড়ল? যারা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এ রকম সাহসী বানিয়ে দিবেন না যে, সে ঘুরে দাঁড়ায়। তখন যে অগ্নুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান।’

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারকে অপসারণের জন্য রাষ্ট্রপতিকে আ. লীগের আহ্বান

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই দেশের শোবিজ তারকাদের একাংশ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন। তাদের মধ্যে একজন নির্মাতা ফারুকী। তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর হামলা, তাদের মৃত্যু, গণগ্রেপ্তার নিয়েও কথা বলেছেন ‘ব্যাচেলর’ খ্যাত পরিচালক।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ