যুক্তরাষ্ট্রের সামুদ্রিক বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের বিপজ্জনক মাছের সন্ধান পেয়েছেন, যা জল ছাড়াও টিকে থাকতে সক্ষম। মাছটির নাম স্নেকহেড ফিশ। দেখতে সাপের মতো এই মাছ প্রায় ১৮ পাউন্ড পর্যন্ত বড় হয় এবং এর ধারালো দাঁত রয়েছে।
গবেষকদের মতে, স্নেকহেড ফিশ জলে থাকা অন্যান্য মাছকে সহজেই শিকার করে খেয়ে ফেলে। এ কারণে এটি স্থানীয় জলজ প্রাণীর জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, মাছটির বিশেষ শ্বাসতন্ত্রের কারণে এটি মানুষের মতো বাতাস থেকেও শ্বাস নিতে পারে। ফলে মাছটি ডাঙায়ও টিকে থাকতে সক্ষম।
এই কারণে বিজ্ঞানীরা স্পষ্টভাবে জানিয়েছেন, কোথাও এই মাছ দেখা গেলে সঙ্গে সঙ্গে মেরে ফেলার নির্দেশনা মেনে চলতে হবে।
ইতিপূর্বে ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভার হুড লেকে স্নেকহেড ফিশ ধরা পড়ে। পরে জর্জিয়ার একটি লেকেও এ মাছ পাওয়া যায়, যা বিজ্ঞানীদের চমকে দেয়।
২০০২ সালে যুক্তরাষ্ট্রে স্নেকহেড ফিশ ধরা, পরিবহন বা বিক্রি করা আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়। ধারণা করা হয়, মাছটি মূলত পূর্ব এশিয়ার প্রজাতি।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, স্নেকহেড ফিশ স্থানীয় জলজ জীববৈচিত্র্য ধ্বংস করতে পারে। তাই এটি কোথাও দেখা গেলে সাধারণ মানুষ যেন আকৃষ্ট হয়ে ধরে না রাখেন, বরং সতর্কভাবে তা ধ্বংস করার ব্যবস্থা নেন।