Monday, October 13, 2025

শেখ হাসিনাকে দেশে ফেরাতে যে পদক্ষেপ নিছেন ড.ইউনুস ও তার সরকার: জানালেন মাসুদ কামাল

আরও পড়ুন

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. ইউনূস এবং তার সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করছে। আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতারা ফিরে আসবে— এই আশঙ্কা করা, আলোচনা করা এটাও এক ধরনের রাজনীতি।

সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, যখন শেখ হাসিনা চলে গেলেন এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তখন আমি বহু জায়গায় বলেছি এবং আমার এটা বিশ্বাস ছিল যে, শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজড।

আরও পড়ুনঃ  ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে

শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। আমি এটাও মনে করতাম, শেখ হাসিনার যারা খুব ক্লোজ সঙ্গী— উনার মন্ত্রীরা, উনার সেন্ট্রাল কমিটির যারা লিডার আছেন এরা আর বাংলাদেশে আসতে পারবে না। এদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। তিনি বলেন, ড. ইউনূসের সরকার একেকটা কাজ করে তার এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, আমার কেন যেন মনে হচ্ছে— ড. ইউনূস এবং তার সরকারই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করছে।

আরও পড়ুনঃ  নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

উনারা এমন এমন কাজকর্ম করতেছে যে, মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না। মাসুদ কামাল আরো বলেন, নির্যাতিত মানুষ, মজলুমের প্রতি এদেশের মানুষের এক ধরনের ভালোবাসা, এক ধরনের সমর্থন কাজ করে। ড. ইউনূস কী করতেছেন? ড. ইউনূস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন এবং যে খোঁড়া যুক্তি দিচ্ছেন— এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন। আমি বলবো আওয়ামী লীগের লিডারদেরকে, আপনারা সবাই যার যার বাসায় একটা ড. ইউনূসের ছবি বড় করে বাঁধায় রাখেন। কারণ এই লোকটাই আপনাদের সেভিয়র।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ