Tuesday, October 14, 2025

সমালোচনার মাঝেই সুখবর পেলেন সাকিব

আরও পড়ুন

বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমের শিরোনামে রয়েছেন সাকিব আল হাসান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। এর মাঝেই কানাডা থেকে সুখবর পেয়েছেন এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবের পাশাপাশি আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে টাইগার্সের জার্সিতে। এই তালিকায় আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইরা। 

আরও পড়ুনঃ  রাজধানীতে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

বিজ্ঞাপন

আগামী ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন
মন্ট্রিয়াল টাইগার্স: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ