Tuesday, April 8, 2025

রাজধানীতে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আরও পড়ুন

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে বালিশ চাপা দিয়ে নাসিমা আক্তার নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রকি পলাতক রয়েছেন। রকি পেশায় একজন রিকশাচালক।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যাই। পরে একটি দুইতলা টিনশেড বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি।

আরও পড়ুনঃ  প্রেম করে বিয়ে করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ৪ খণ্ড করল শ্বশুর

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেফতার করলে মূল ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ