Tuesday, October 14, 2025

দুঃসংবাদ পেলেন লিটন কুমার দাস

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলে বড় ধাক্কা। পাঁজরের চোটের কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলতে না পারা লিটন কুমার দাস এবার ছিটকে গেলেন আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও। অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে।

বিজ্ঞাপন
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, লিটনের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তাই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক। এর আগেও এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ৩ হাজার বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে ‘@’ চিহ্নে

বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে, বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

লিটনের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেলেও ওয়ানডে সিরিজে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নেওয়ার পরও বাংলাদেশ দল দেশে না ফিরে সরাসরি আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে অংশ নেবে।

আরও পড়ুনঃ  রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের পাহাড়, বেড়িয়ে আসছে নানা তথ্য

এশিয়া কাপে একই গ্রুপে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ আফগানিস্তানকে হারালেও, এবার নতুন করে চ্যালেঞ্জ অপেক্ষা করছে জাকের আলি অনিকের নেতৃত্বাধীন দলকে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ