Tuesday, October 7, 2025

নেতানিয়াহুর বক্তব্যের সময় কোথায় ছিলেন বাংলাদেশের প্রতিনিধি, ছবি ভাইরাল

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইসরায়েলের বার বার হামলার প্রতিবাদে অসংখ্য কূটনীতিক ওয়াক আউট করেছেন।

নেতানিয়াহু মঞ্চে উঠতেই বহু দেশের প্রতিনিধি দ্রুত হল থেকে বেরিয়ে যান। এই ওয়াক আউটের ফলে একসঙ্গে অনেকেই বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয়। তবে একই সময় দর্শক সারিতে থাকা তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  আপনার ছেলেকে পুলিশে ধরবে না, ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা নেন ওবায়দুল

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। যদিও, সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে নেতানিয়াহু তার ভাষণ শুরু করার আগে সকল প্রতিনিধিদের শান্ত থাকতে বলা হয়েছিল।

এদিকে, একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য দিচ্ছেন এবং তার সামনে বহু আসন ফাঁকা। সেখানে বাংলাদেশের প্রতিনিধির আসনটিও ফাঁকা ছিল; নেমপ্লেটে ইংলিশে লেখা ছিল—‘বাংলাদেশ’। অর্থ্যাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি ওই আসনে উপস্থিত ছিলেন না। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতেও একই রকম ছবি প্রকাশ হয়েছে। সেখানেও বাংলাদেশের প্রতিনিধির আসনটি ফাঁকা দেখা গেছে।

আরও পড়ুনঃ  কমিটিতে ‘খুশি নন’ শিক্ষার্থীরা, নতুন আন্দোলনের রূপরেখা শনিবার

প্রসঙ্গত, নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশও ওয়াকআউট করেছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ