Tuesday, October 7, 2025

২০ বছর ধরে বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন মসজিদ

আরও পড়ুন

প্রায় ২০ বছর ধরে বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন মসজিদ। এমন এক খবর সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হয়েছে একটি ছবিও। সেখানে দেখা যাচ্ছে হলের সামনে মসজিদের ব্যানার টানানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার বিখ্যাত আল্পনা সিনেমা হলে। ২০ বছর ধরে বন্ধ হয়ে থাকা এই হল রূপ নিল তাবলিগী মার্কাজ মসজিদে।

এক সময়ের কোলাহল, সিনেমার পোস্টার, টিকিটের লাইন সবই এখন অতীত আল্পনা সিনেমা হলে। সেখানে হবে এখন আজান, নামাজ। চলবে মুসল্লিদের আনাগোনা।

আরও পড়ুনঃ  স্ত্রী ও সন্তানের যত্নে সরকারি কর্মচারীদের জন্য আসছে ১৫ দিনের ছুটি

১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে যাত্রা শুরু করেছিল ভবনটি। তৎকালীন জেলা প্রশাসক ম. শাফায়াত আলী উদ্বোধন করেছিলেন। পরে এটি রূপ নেয় সিনেমা হলে। তবে লোকসান আর দর্শকসংকটে প্রায় দুই দশক আগে বন্ধ হয়ে যায় প্রদর্শনী কার্যক্রম। তারপর থেকে ভবনটি পড়ে ছিল জরাজীর্ণ অবস্থায়।

অবশেষে গত বুধবার সেখানে ঝুলে গেল নতুন ব্যানার ‘তাবলিগী মার্কাজ মসজিদ’।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান জানান, ‘আল্পনা সিনেমা হল আসলে সরকারের ভেস্টেড প্রপার্টি। একজন ইজারা নিয়ে পরিচালনা করতেন। অনেক বছর ধরেই এটি বন্ধ।’

আরও পড়ুনঃ  হিরো আলমের জানাজা কাল বিকেল ৫টায়

তাবলিগ জামাতের ‘আলমী শুরায়ী নেজাম’র পক্ষে ভবনটি ইজারা নিয়েছেন মাওলানা শহিদুল। আর এই পরিবর্তনে স্থানীয় তাবলিগ জামাত কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

‘সাথী ভাই’ সংগঠনের পরিচালক মো. রায়হান শেখ উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমে বলেন, ‘আলহামদুলিল্লাহ! যেখানে এক সময় গুনাহের অন্ধকারে মানুষ ডুবে থাকত, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির হবে। ঈমানের আলোয় ভরে উঠবে আল্পনার পর্দাহীন মঞ্চ।’

তবে অনেকে বলছেন, যেহেতু কালিয়াতে আধুনিক মডেল মসজিদ নির্মাণ হচ্ছে তাই ঐতিহাসিক এই ভবনটি সংরক্ষণ বা সংস্কার করে রাখা যেত।

আরও পড়ুনঃ  ৩ লাখকে ৩০ লাখ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব: ব্রিগেডিয়ার আযমী

একসময় নড়াইল জেলায় ছিল তিনটি জমজমাট সিনেমা হল। এখন সবই ইতিহাস। পোস্টার, করতালি আর হাউসফুলের দিনগুলো মিলিয়ে গেছে সময়ের স্রোতে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ