Saturday, March 29, 2025

আপনার ছেলেকে পুলিশে ধরবে না, ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা নেন ওবায়দুল

আরও পড়ুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে পুলিশ ধরবে না—এমন কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা নিয়েছেন এক যুবক। সম্প্রতি যুবকের টাকা আদায়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

টাকা নেওয়া অভিযুক্ত যুবকের নাম ওবায়দুল হক। তিনি উপজেলার সখল্যা গ্রামের বাসিন্দা। আর স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম শফিউল আলম তপু। তিনি উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর ছেলে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাবা শওকত আলীর উদ্দেশে শফিউল আলমকে বলতে শোনা যায়, ‘৫ হাজার টাকা দিলে ওবায়দুল বলছে, ওসি সাহেব আমারে ধরত না। ভাইটকান্দি ইউনিয়নের আনোয়ার দারোগাও ধরত না।’ একপর্যায়ে ওবায়দুলকে টাকা নেওয়ার জন্য বলা হয়।

আরও পড়ুনঃ  যে বার্তা দিলেন ঢাবি শিবির সভাপতি

পরে বিভিন্ন বিটে পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম বলতে থাকেন ওবায়দুল হক। তখন শওকত আলী ১ হাজার টাকার ৫টি নোট ওবাদুলের হাতে তুলে দেন।

টাকা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার (০৯ মার্চ) শওকত আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর ওবায়দুল হকের ভাই শহিদুল হক স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল আলমের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

আরও পড়ুনঃ  সাকিবের নিরাপত্তা ইস্যুতে পাল্টা যে শর্ত দিলেন ক্রীড়া উপদেষ্টা

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি কালবেলাকে জানান, টাকা আদায়ের ঘটনায় চাঁদাবাজির ধারায় থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ