Monday, October 13, 2025

এবার ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যে বার্তা ভিপি সাদিক কায়েমের

আরও পড়ুন

নির্মম হত্যাকাণ্ডের শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়ার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। আবরারের কবর জিয়ারত শেষে অশ্রুসিক্ত হয়ে পড়েন সাদিক কায়েম।

বলেন, আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রিজের রড চুরি, বিএনপির ৩ নেতাকর্মী বহিষ্কার

তিনি আরও বলেন, এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল সেভাবে ধারণ করছে না।

অনুরোধ করবো শহিদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙক্ষা যেন তারা ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে। এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ