Thursday, April 10, 2025

ব্রিজের রড চুরি, বিএনপির ৩ নেতাকর্মী বহিষ্কার

আরও পড়ুন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির এক নেতা ও দুই কর্মীকে বহিষ্কার করেছে দলটি। এর আগে রাতের আঁধারে ব্রিজের রড খুলে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি।

বহিষ্কৃতরা হলেন— নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘৭১ এর পর আল্লাহ আপনাদের উঠায় নিলেই ভালো হতো’

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রধান করা হলো।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু কালবেলাকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও উপজেলা বিএনপির আবেদনে তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটা তারেক রহমানের নির্দেশ। বিএনপি জনগণের পাশে দাঁড়ানোর একটি রাজনৈতিক দল।

আরও পড়ুনঃ  উপ*দেষ্টা হাসান আরিফ আর নেই

ব্রিজের রড খুলে নেওয়ার বিষয়ে স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদিয়া কারিমিয়া জামে মসজিদসংলগ্ন খালের একটি ব্রিজ থেকে রাতের আঁধারে বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের নেতৃত্বে তার সহযোগীরা রড খুলে নিয়ে যায়। দুদিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছে মানুষ। সোমবার রাতে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে ব্রিজটির রডগুলো নিয়ে গেছে। এ সময় কয়েকজনকে চেনা গেছে বাকিদের চেনা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহীন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দিয়েছি। এখানে একটি ব্রিজ বরাদ্দ হয়েছে, কিন্তু ব্রিজের কাজ শুরুর আগেই রাতের আঁধারে ব্রিজ খুলে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ