Tuesday, October 14, 2025

ডায়াবেটিসের মহৌষধ এই শাক, জেনে নিন আরও উপকারিতা

আরও পড়ুন

বাংলাদেশের গ্রামীণ জনপদে সহজলভ্য এক ভেষজ শাক হলো উষনি শাক। গ্রামীণ হাটবাজারে এটি সহজেই পাওয়া যায়। পুষ্টিগুণ ও ঔষধি গুণের কারণে উষনি শাক এখন শহুরে বাজারেও জনপ্রিয় হয়ে উঠছে। এটি একটি গুল্মজাতীয় ওষুধি উদ্ভিদ। ফুল, পাতা, শিকড় সব অংশেই রয়েছে নানা উপকার।

বিজ্ঞাপন
পুষ্টিগুণ: উষনি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, ‘সি’, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সতেজ রাখতে সহায়তা করে।

এই শাকে যেসব ওষুধি গুণাগুণ আছে তা দেখে নেওয়া যাক: 

বিজ্ঞাপন
দাঁতের ব্যথা: এই শাকের ফুল মুখে নিয়ে কিছুক্ষণ চিবালে দাঁতের ব্যথা উপশম হয়।

শ্বাসকষ্ট ও অ্যালার্জি: এজমা, অ্যালার্জি ও বাতের ব্যথায় উপকারী। নিয়মিত খেলে উপশম হয়।

বিজ্ঞাপন
রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে: উচ্চ রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

আরও পড়ুনঃ  ১৪ তলা ভবন থেকে দেয়াল পড়ল মাথায়, জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সুরাইয়া

বিজ্ঞাপন

স্ট্রোক ও ক্যান্সার প্রতিরোধে: শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি কমায়।

বিজ্ঞাপন
ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসকারী: ফ্লু, যক্ষ্মা, দাদসহ সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকরী।

অ্যান্টি-এজিং ও প্রসাধনী গুণ: ত্বকের বয়সের ছাপ কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে ব্যবহৃত হয় প্রসাধনীতেও।

চুলের যত্নে অনন্য: এই শাক দিয়ে তৈরি তেল বা রস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়। চুলের গোড়া মজবুত হয়। খুশকি ও মাথার ত্বকের সমস্যা দূর হয় ও অকালে চুল পাকা রোধ হয়। সেই সাথে চুলের উজ্জ্বলতা বাড়ে। 

নাকের সমস্যা সমাধানে: পাতার রস নাকে দিলে অনেক উপকার পাওয়া যায়।

. নাক বন্ধ হওয়া

. নাক দিয়ে পানি পড়া

আরও পড়ুনঃ  যে ৩ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

. অতিরিক্ত হাঁচি

.নাকের মাংস (পলিপাস)। 

মাথাব্যথা সম্পূর্ণ ভালো হয় ইনশাআল্লাহ।

রুচি ও ওজন বৃদ্ধিতে সহায়ক: রান্না করে খেলে খাবারে রুচি বাড়ে, ওজনও বৃদ্ধি পায় শরীর স্হায়ী ভাবে মোটা হয়।।

চর্মরোগ ও চুলকানিতে উপকারী: শরীরের যে কোনো চুলকানি, দাদ, একজিমা ও চর্মরোগে পাতার রস খুব উপকার দেয়।

ফিস্টুলা ও মলদ্বারের গুটিতে ব্যবহার: পাতার রস ও সরিষার তেল মিশিয়ে লাগালে ফিস্টুলা ও গুটি সম্পূর্ণ ভালো হয়।

ওষুধি গুণাগুণ:

জ্বর ও সর্দি-কাশিতে উপকারী:  উষনি শাক শরীর ঠান্ডা রাখে এবং জ্বর-সর্দিতে দ্রুত আরোগ্য দেয়।

হজম শক্তি বৃদ্ধি করে: নিয়মিত খেলে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা কমে যায়।

রক্ত পরিষ্কার করে: শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ : পুলিশ

চর্মরোগে কার্যকর: বিভিন্ন ত্বকের সমস্যায় উষনি শাক ভেষজ ওষুধের মতো কাজ করে।

রক্তশূন্যতা দূর করে: আয়রনসমৃদ্ধ হওয়ায় এটি অ্যানিমিয়া রোগীদের জন্য উপকারী।

ব্যবহারের উপায়:

. শাকের মতো রান্না করে খাওয়া যায়

. পাতার রস নাকে ব্যবহার

. রস ও তেল মিশিয়ে বাহ্যিকভাবে ব্যবহার

. তেল তৈরি করে মাথায় ব্যবহার।

এই গাছকে বলা হয় “ইলেকট্রিক প্ল্যান্ট” কারণ এর পাতা ছুঁলে ঝাঁকি মতো অনুভূতি হয়। প্রাচীন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের ব্যবহার বহুদিনের।

আরও পড়ুন

একটানা ১৪ দিন চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে?
চিকিৎসক পরামর্শ:  প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় উষনি শাককে গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে যেকোনো ভেষজ শাক নিয়মিত ওষুধ হিসেবে খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ