অনলাইন ডেটিংয়ে একের পর এক প্রোফাইল স্ক্রল আর অর্থহীন ছোটখাটো আলাপচারিতায় অনেকেই ক্লান্ত। এই ক্লান্তি দূর করতে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে নতুন ডেটিং অ্যাপ ‘সিচ’ (Sitch), যেখানে ম্যাচ মেকারের দায়িত্ব নিয়েছে এআই চ্যাটবট। হিন্দুস্তন টাইমস থেকে জানা যায়, প্রথমে এই বট ব্যবহারকারীর সঙ্গে কথা বলে তাদের পছন্দ-অপছন্দ, মূল্যবোধ ও সম্পর্কের প্রত্যাশা সম্পর্কে জানে, তারপর উপযুক্ত প্রস্তাব দেয় যা ব্যবহারকারী গ্রহণ বা বাতিল করতে পারেন।
সিচের প্রক্রিয়া সাধারণ ডেটিং অ্যাপের চেয়ে ভিন্ন। প্রথমেই ব্যবহারকারী চ্যাটবটের সঙ্গে কথা বলেন পছন্দের সঙ্গীর গুণাবলি, কোন বিষয়গুলো একেবারেই পছন্দ করেন না, কোন বিষয়গুলো থাকলে ভালো লাগে, এবং প্রথম দেখা কেমন হওয়া উচিত এসব জানায়। চ্যাটবট সেই তথ্য থেকে একটি সহজ প্রোফাইল তৈরি করে, যা প্রয়োজনে ব্যবহারকারী সংশোধন করতে পারেন। এরপর বট সম্ভাব্য ম্যাচ সম্পর্কে সরাসরি তথ্য দেয় ব্যক্তি কেমন, কোন দিকগুলো মিলতে পারে, ইত্যাদি। এতে অযথা দীর্ঘ মেসেজিংয়ের ঝামেলা কমে যায়। যদি দুই পক্ষই ‘হ্যাঁ’ বলেন, তাহলে বট পরিচয় করিয়ে দেয়, এবং তারপর তারা অ্যাপেই সরাসরি কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন, দেখা করবেন কি না।
প্রথমদিকের কিছু ব্যবহারকারী জানিয়েছেন, এই প্রক্রিয়ায় তারা দ্বিতীয় ডেটেও গিয়েছেন। সাপ্তাহিকভাবে একটি করে প্রস্তাব পাওয়ায় এটি অনেকের কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছে, কারণ এটি এলোমেলো সোয়াইপ ফিডের চেয়ে বেশি পরিকল্পিত মনে হয়। সেবাটি দীর্ঘ সাবস্ক্রিপশন না দিয়ে ছোট প্যাক আকারে প্রস্তাব বিক্রি করে, যার দাম প্যাক ভেদে পরিবর্তিত হয়।
অন্যদিকে, যেহেতু এটি নতুন প্রযুক্তি, তাই ভুল তথ্য দেয়া বা অনুমানভিত্তিক উত্তর দেয়ার ঝুঁকি রয়েছে। নিরাপত্তার জন্য ভুয়া প্রোফাইল শনাক্ত ও দ্রুত রিপোর্ট করার ব্যবস্থা জরুরি। অ্যাপের প্রতিষ্ঠাতাও স্বীকার করেছেন, সিস্টেম মাঝে মাঝে লক্ষ্যভ্রষ্ট হতে পারে, তবে উন্নয়ন অব্যাহত থাকবে। বর্তমানে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসে অ্যাপটি চালু আছে। বছরের শেষের মধ্যে শিকাগো ও অস্টিনে চালু করার পরিকল্পনা রয়েছে, এবং ভবিষ্যতে আরও শহরে প্রসারের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।