ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে ইন্দোনেশিয়ার এই ঘটনা ঘটেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
আপনার মতামত লিখুনঃ