Friday, August 8, 2025

মৃত্যুর ঘণ্টাখানেক আগে ফেসবুকে যে পোস্ট দিয়েছিল সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক তুহিন

আরও পড়ুন

গাজীপুরে একদিনের ব্যবধানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তার মধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এদিকে, মৃত্যুর ঘণ্টারখানেক আগে নিজের ফেসবুকে গাজীপুর চৌরাস্তার যত্রতত্র পারাপারের দৃশ্য দিয়ে পোস্ট দিয়েছিলেন তুহিন। এছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর জেলা শহরের নানা অনিয়ম নিয়েও সরব ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ‘আমার পোস্টমর্টেম করিয়ে সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও’

তুহিনের সহকর্মীরা জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনার বিষয়ে মন্তব্য করেন।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক নারী ও পুরুষের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ওই লোককে হামলা করে। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

এদিকে, এ ঘটনার একদিন আগে বুধবার বিকেলে দৈনিক বাংলাদেশের আলো নামের পত্রিকার আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পুলিশের সামনে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ