Wednesday, September 17, 2025

কলকাতা দখলে যাচ্ছে বাংলাদেশের ৩ লাখ হাতে টানা রিকশা, দাবি শুভেন্দুর

আরও পড়ুন

বাংলাদেশ নিয়ে আবারও উসকানিমূলক মন্তব্য করেছেন পশ্চিম বঙ্গ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘তার কাছে খবর আছে, বাংলাদেশ থেকে হাতে টানা ৩ লাখ রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

আজ সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আরে, ওদের (বাংলাদেশ) আছেটা কী? রাফাল (রাফায়েল যুদ্ধবিমান) রাখা আছে হাসিমারায় (পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরে ভারতীয় বিমানঘাঁটি)।’

আরও পড়ুনঃ  এখন পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে

এর আগে, গতকাল রোববার শুভেন্দু অধিকারী বলেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন।

শুভেন্দু বলেন, ‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই (বাংলাদেশ) তারা কেঁপে উঠবে। বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’

আরও পড়ুনঃ  সৌদিতে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

কাঁথির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তাদের মনে রাখা উচিত, আলু-পেঁয়াজের মতো সামগ্রীর জন্যও বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত।’

বলাবাহুল্য, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাতে টানা রিকশা থাকলেও বর্তমান বাংলাদেশের কোথাও হাতে টানা রিকশা নেই। বিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকের দিকে বাংলাদেশে প্রথম রিকশার আমদানি হয়। তখনও বাংলাদেশে হাতে টানা রিকশা ছিল না বললেই চলে। বাংলাদেশে বর্তমানে প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার প্রচলন হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ