Saturday, August 23, 2025

যেকোনো সময় শুরু হতে পারে ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যেকোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রুবিওর মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে ভারতকে পরমাণু অস্ত্রের হুমকি দেওয়া দিল্লির কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। এর জেরে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একইসাথে, রাফাল যুদ্ধবিমান ইস্যু এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মোদি সরকারকেও চাপের মুখে ফেলেছে।

আরও পড়ুনঃ  ভারতের ৩ বাহিনীতে নতুন আতঙ্ক, কর্মস্থলে ফিরে এসেই নিজেকে শেষ করে দিচ্ছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধবিরোতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেটি ধরে রাখা।” তিনি দাবি করেন, অতীতে ভারত–পাকিস্তানের সীমান্ত সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভারত–পাকিস্তান ইস্যুর পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য করেন রুবিও। তার ভাষ্য, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয়পক্ষ সমানভাবে রাজি থাকে, কিন্তু রাশিয়া এখনও তাতে সম্মত নয়। এজন্য শুধু অস্ত্রবিরতি নয়, বরং স্থায়ী শান্তিচুক্তির প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  লিঙ্গ পরিবর্তনের পর প্রেমিক বললেন ‘বিয়ে করা সম্ভব না’

মার্কিন প্রশাসনের অবস্থান স্পষ্ট করে রুবিও বলেন, বিশ্বজুড়ে সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র সর্বদা শান্তিকে অগ্রাধিকার দেবে সেটি ভারত–পাকিস্তান হোক বা ইউক্রেন, কিংবা আফ্রিকার অশান্ত অঞ্চল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ