Monday, October 13, 2025

এবার ষড়যন্ত্রে লিপ্ত দুটি সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিল ইরান

আরও পড়ুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সিস্তান-বালুচিস্তান প্রদেশে দুটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধ্বংস করেছে, যারা আত্মঘাতী হামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

আইআরজিসির স্থলবাহিনীর কুদস বেস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্যরা প্রদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

প্রাণঘাতী হামলার পাশাপাশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল নিহতদের। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে কয়েকটি অস্থায়ী বিস্ফোরক ডিভাইস (আইইডি) এবং প্রায় ২৫ কেজি বিস্ফোরক সামগ্রী।

আরও পড়ুনঃ  বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু

আইআরজিসি জানায়, গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। কয়েক বছর ধরে আইআরজিসিকে ওই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তারা স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করেছে।

ভৌগোলিকভাবে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সিস্তান-বালুচিস্তান প্রদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করেছে। এছাড়া এর দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে ওমান সাগরের তীরে।

আইআরজিসি জানিয়েছে, নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি এ পর্যন্ত তারা প্রদেশটিতে শত শত নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ