Thursday, April 10, 2025

স্ট্যাটাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি থেকে পদত্যাগ

আরও পড়ুন

সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন কমিটির সদস্য জুয়েল আহমদ। তিনি সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২ ডিসেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ২৭২ সদস্যবিশিষ্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। তবে এই কমিটিকে মুখ দেখে জিলাপি বিতরণের মতো” বলে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন জুয়েল।

রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে জুয়েল লিখেছেন, আমি জুয়েল, স্বজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করছি। আজকের পর থেকে অফিশিয়ালি এটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।

আরও পড়ুনঃ  স্বৈরাচার আ.লীগের বিচারের দাবিতে গণজমায়েত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুয়েল অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে জুলাই বিপ্লব ঘিরে। তবে কমিটিতে অছাত্র রাখা হয়েছে, যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, কমিটির কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, গতানুগতিক অন্যান্য সংগঠনের মতোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিও গঠন করা হয়েছে, যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

জুয়েল জানিয়েছেন, পদত্যাগের বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মৌখিকভাবে জানিয়েছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক পত্র প্রেরণ করবেন।
সংগঠনের সিলেট জেলা আহ্বায়ক আকতার হোসেন বলেন, পদত্যাগের বিষয়টি তাঁর জানা নেই, তবে তিনি এ নিয়ে শুনেছেন। আকতার বলেন, সংগঠনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র হতে পারে। জুলাই বিপ্লবের বিপক্ষে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  তারা গণহত্যা করে পালিয়ে এখন নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে : সোহেল তাজ

সংগঠনের ভেতরে এমন বিরোধ নিয়ে সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পদত্যাগের ঘটনা সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয় ও ভবিষ্যৎ কার্যক্রমে কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ