Saturday, March 29, 2025

মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল, প্রশ্ন অর্থ উপ*দেষ্টার

আরও পড়ুন

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানতে চেয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা কে দিয়েছেন। তিনি জানান, মহার্ঘ ভাতা নিয়ে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা, আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে মন্ত্রণালয় বলবে, দেব কি দেব না। তারপরে ঘোষণা হবে।’

আরও পড়ুনঃ  জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজে বিস্ফোরণের শঙ্কা

অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতা নিয়ে ফাইল গিয়েছে জানানোর পর উপদেষ্টা বলেন, ‘গেছে, আমরা তো এখনও ঘোষণা দেইনি। আমি তো এখনও সিদ্ধান্ত দেইনি।’

গত ৯ জানুয়ারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। সেদিন তিনি সাংবাদিকদের জানান, আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ