Saturday, March 29, 2025

সরকারকে আজ দুপুর ২টা পর্যন্ত সময় দিলেন ইবতেদায়ী শিক্ষ*করা

আরও পড়ুন

জাতীয়করণের দাবি মেনে নিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেয়া যায়না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার সাজা স্থগিতের প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সারাদেশে ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ