দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে মোট ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
কিন্তু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, ৮ ও ৯ অক্টোবর পরীক্ষা নেওয়া হবে না। অনেকেই ভুলভাবে পুরো দুই দিনকে ছুটিতে গণ্য করেছেন এবং ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, আসল ছুটি ৭ অক্টোবর পর্যন্তই। ৮ অক্টোবর থেকে শ্রেণিকর্ম শুরু হবে, কেবল পরীক্ষা নেওয়া হবে না।
তিনি আরও বলেন, যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করছেন। কোনো বিভ্রান্তি থাকলে প্রতিষ্ঠানগুলো সরাসরি মাউশির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে পারে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠান ৮ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। কার্যক্রম পরিচালনা করতে হবে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা অনুযায়ী, উপজেলা বা জেলা অফিসের নয়।