Wednesday, October 15, 2025

ভারত সফর নিয়ে সোশ্যালে মেসির পোস্ট, টিকিট মিলবে যেভাবে

আরও পড়ুন

ভারতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সফর নিয়ে দীর্ঘদিনের জল্পনায় এবার নিজেই সিলমোহর দিলেন ফুটবল জাদুকর। চলতি বছরের ডিসেম্বরে তিনি ভারত সফরে আসছেন বলে নিজের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।

দীর্ঘ ১৪ বছর পর এটি হবে তার দ্বিতীয় ভারত সফর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মেসি লিখেছেন,‘আমি সত্যিই আনন্দিত যে আগামী ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যেতে পারব।’

মেসির পোস্ট অনুযায়ী, এই সফরে তিনি কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, একটি প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই আয়োজনগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরের ঐতিহাসিক স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ  দেশে প্রথমবার পাঁচ*জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

ইভেন্টের টিকিট District অ্যাপে পাওয়া যাবে। এই সফরে ভারতের বড় তারকা ও শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গেও তার দেখা হওয়ার কথা। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সফরে তিনটি শহরে ভ্রমণ করবেন মেসি।

এই সফরেরই অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাকে একটি বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নিতে দেখা যেতে পারে। সব জল্পনার মধ্যে সবচেয়ে আগ্রহের বিষয় হলো, মুম্বাইয়ের সেই বিশেষ ক্রিকেট ম্যাচে মেসির প্রতিপক্ষ হতে পারেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা।

আরও পড়ুনঃ  দুপুর ১টার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় হতে পারে

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা তার প্রতিপক্ষ হতে পারেন। ফুটবল মাঠের এই জাদুকরকে ক্রিকেট ব্যাট হাতে দেখা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় মুহূর্ত হবে। ম্যাচটি একটি ৭-এ সাইড ফরম্যাটে হতে পারে, যেখানে ক্রিকেটের তারকাদের সঙ্গে ফুটবলের ‘গোট’ মেসিকে মাঠ ভাগ করে নিতে দেখা যাবে।

মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা, যেখানে তিনি ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধিত করবেন।

আরও পড়ুনঃ  আকাশের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, দাবি শিশু আছিয়া হত্যার আসামির

একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্টও আয়োজিত হবে, যার নাম রাখা হয়েছে ‘গোট কাপ’।

উল্লেখ্য, এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন এবং জানিয়েছেন যে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ