Monday, October 13, 2025

স্কুবা ডাইভিং নয়, জুবিনের মৃত্যুর পেছনে অন্য কারণ!

আরও পড়ুন

আসামের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গর্গের আকস্মিক মৃত্যু পুরো দেশের সংগীতপ্রেমীদের স্তব্ধ করে দিয়েছে। প্রথমে বলা হচ্ছিল, স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। কিন্তু সিঙ্গাপুরের পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেইটস টাইমস’ জানিয়েছে, মৃত্যুর আসল কারণ ছিল পানিতে ডুবে যাওয়া, স্কুবা ডাইভিংয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর সেদিনই মারা যান তিনি। সিঙ্গাপুর পুলিশ ও ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে স্পষ্টভাবে ‘ডুবে যাওয়া’ উল্লেখ করা হয়েছে। ভারতের হাইকমিশনকেও এই প্রতিবেদন সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

ঘটনার দিন জুবিন এক ডজনের বেশি সঙ্গীর সঙ্গে একটি ইয়টে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে লাইফ জ্যাকেট পরে পানিতে নামেন, পরে তা খুলে আবার ঝাঁপ দেন। এরপরই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের বক্তব্য, এই ঘটনায় কোনো অপরাধমূলক দিক পাওয়া যায়নি। তবে আইনজীবী এনজি কাই লিং বলেছেন, ডুবে যাওয়ার আগের মুহূর্তগুলো সম্পর্কে আরও তদন্ত করা যেতে পারে।

Copied from: https://rtvonline.com/

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ