বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সতর্ক করেছে যে, সম্প্রতি একদল হ্যাকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে চাঁদাবাজি ইমেইল পাঠাচ্ছে। এসব ইমেইলে দাবি করা হচ্ছে যে, হ্যাকাররা ওরাকলের ই-বিজনেস সুইট থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে এবং তা ফেরত পেতে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করতে চাইছে।
বিজ্ঞাপন
গুগল জানায়, এই আক্রমণের পেছনে র্যানসমওয়্যার গোষ্ঠী ক্লপ থাকতে পারে। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ক্লপ বিশ্বব্যাপী পরিচিত তারা আগে বহু প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে তথ্য চুরি ও মুক্তিপণ দাবি করেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণের জন্যও এই গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল।
গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, এই ইমেইল অভিযানটি শুরু হয়েছিল গত জুন মাসে এবং বর্তমানে “হাই-ভলিউম” বা ব্যাপক পরিসরে বিস্তৃত হয়েছে। হ্যাকাররা চুরি বা হারানো তৃতীয় পক্ষের ইমেইল ব্যবহার করে বার্তা পাঠাচ্ছে। বার্তাগুলোতে সরাসরি যোগাযোগ করতে বলা হলেও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, এসব ইমেইলে ব্যাকরণগত ভুল ও দুর্বল ভাষার কারণে আসল করপোরেট ইমেইল থেকে আলাদা করা সহজ।
ওরাকলও সম্প্রতি একাধিকবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। ২০২৫ সালের মার্চে একটি বড় ধরনের হ্যাকিংয়ে গ্রাহক লগইন তথ্য চুরি হয়েছিল। এর আগে এফবিআই ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকও তদন্তে যুক্ত হয়েছিল।