Monday, October 13, 2025

হঠাৎ ধসে পড়েছে স্কুল ভবন, ৬৫ শিক্ষার্থী ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় একটি ইসলামী স্কুলের নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৬৫ শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় একজন শিক্ষার্থী নিহত এবং কয়েকজন আহত হয়েছে, পুলিশ ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

ঘটনাস্থল হলো পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল। ভবনের উপরের তলায় বেলা বিকেলের প্রার্থনার জন্য ১০০-এর বেশি শিক্ষার্থী একত্রিত হয়েছিল। ওই সময় ভবনের তৃতীয় তলা নির্মাণাধীন থাকায় কংক্রিট ঢালা হচ্ছিল, তখনই ধসের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পুলিশ মুখপাত্র জুলেস আব্রাহাম আবাস্ত জানিয়েছেন, উদ্ধারকারী দল ৭৯ জন শিক্ষার্থীকে নিরাপদে বের করতে সক্ষম হয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে কতজন শিক্ষার্থী চাপা পড়ে আছেন, তা নির্ধারণ করা হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষের একজন, আবদুস সালাম মুজিব, জানিয়েছেন, ভবনটি তিন তলা নিয়ে তৈরি হচ্ছিল এবং পরিকল্পনা ছিল চার তলা ও ফ্ল্যাট ছাদ নির্মাণের। তিনি বলেন, “শিক্ষার্থীদের ক্লাসরুম ও কার্যক্রমের জন্য উপরের তলা ব্যবহৃত হতো, আর নিচের তলায় ছিল প্রার্থনার কক্ষ। কংক্রিট ঢালা চলাকালীন তৃতীয় তলা ধসে যায়।”

আরও পড়ুনঃ  ইউরোপের নতুন ৮ দেশের ভিসা মিলবে এখন ঢাকাতেই

এ ঘটনায় ইন্দোনেশিয়ায় ভবনের নিরাপত্তা ও নির্মাণ মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিনে পশ্চিম জাভায় একটি ভবনও ধসে পড়ে, সেখানে তিনজন নিহত এবং বহুজন আহত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, তারা স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ করছে যাতে ধ্বংসস্তূপের নিচে থাকা বা থাকার সম্ভাব্য শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ করা যায়।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ