Tuesday, October 14, 2025

সোনালী ব্যাংক ৫ লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে মুনাফা কত?

আরও পড়ুন

বাংলাদেশের জনপ্রিয় সঞ্চয়পত্র স্কিমগুলোর মধ্যে অন্যতম পরিবার সঞ্চয়পত্র। এটি মূলত মহিলা, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকরা ক্রয় করতে পারেন। সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে এই সঞ্চয়পত্রে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হারে (জুলাই–২০২৫ অনুযায়ী) পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার পাঁচ বছরে ধাপে ধাপে বাড়ে—

১ম বছর: ৯.৮১% (প্রতি মাসে আনুমানিক ৩,৮৮৩ টাকা মুনাফা)

২য় বছর: ১০.২৯% (প্রতি মাসে প্রায় ৪,০৭৩ টাকা)

আরও পড়ুনঃ  ‘দরবেশ’ একাই লু*টেছেন ৫৭ হাজার কো*টি টাকা

৩য় বছর: ১০.৮০% (প্রতি মাসে প্রায় ৪,২৭৫ টাকা)

৪র্থ বছর: ১১.৩৫% (প্রতি মাসে প্রায় ৪,৪৯২ টাকা)

৫ম বছর: ১১.৯৩% (প্রতি মাসে প্রায় ৪,৭২২ টাকা)

৫ লক্ষ টাকার নিচে বিনিয়োগে মুনাফার উপর ৫% উৎসে কর (AIT) কেটে রাখা হয়, আর ৫ লক্ষ টাকার উপরে হলে ১০% কেটে রাখা হয়।

পরিবার সঞ্চয়পত্র কিনতে যা লাগবে
ক্রেতার ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

নমিনির ২ কপি ছবি ও এনআইডি কপি

আরও পড়ুনঃ  জামায়াত-এন‌সি‌পিসহ ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নেন যেসব দলের নেতারা

সোনালী ব্যাংক একাউন্ট এবং চেকবই (লেনদেনের জন্য)

১০ লাখ টাকা বা তার বেশি বিনিয়োগে টিআইএন সার্টিফিকেট ও ট্যাক্স রিটার্ন স্লিপ

কোথায় পাওয়া যাবে?
পরিবার সঞ্চয়পত্র শুধু সোনালী ব্যাংক নয়, বরং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অফিস, বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক (ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক বাদে) এবং ডাকঘর থেকেও ক্রয় করা যায়।

মুনাফার টাকা প্রতি মাসে সরাসরি গ্রাহকের ব্যাংক একাউন্টে চলে আসে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ