Tuesday, October 7, 2025

নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আরও পড়ুন

‘পিপলস পাওয়ার পার্টি’ নামে আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। জুলাই বিপ্লবের স্বপ্ন এবং সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, সে স্বপ্ন এবং সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে কয়েকজন মিলে শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এই নতুন দলের ঘোষণা দেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, এক মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। দলটির মুখপাত্র ফয়সাল আহমদ বলেন, দলে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে। তবে দিতে পারেনি উপদেষ্টাদের সেই নামের তালিকা।

আরও পড়ুনঃ  যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী

পিপল পাওয়ার পার্টি নামের এই দলের স্লোগান ঠিক করা হয়েছে সার্বভৌমত্ব, আগ্রাসন প্রতিরোধ ও উন্নয়ন। জানা যায় দলের ১১ উপদেষ্টার বেশির ভাগই গত বছর আত্মপ্রকাশ করা ‘আম জনতা পার্টি’র সদস্য ছিল।

ওই দল ছেড়ে আসার বিষয়ে তারা বলেন, সেই আমজনতার দলের সঙ্গে এখন আর তাদের সম্পর্ক নেই। তাই তারা নতুন করে দল খুলেছেন। আগামী নির্বাচন নিয়েও দলটির কোনো পরিকল্পনা নেই বলে তারা জানান।

এক প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র ফয়সাল আহমদ বলেন, আমরা মনে করেছি সবাই (রাজনৈতিক দলগুলো) তাদের আদর্শের জায়গা থেকে সরে গেছে। এ জন্য আমরা যারা আছি, আমরা চেষ্টা করছি দেশের জন্য কিছু করার। আমাদের এই দলের আত্মপ্রকাশ নির্বাচনকেন্দ্রিক নয়। জুলাই বিপ্লবের স্বপ্ন এবং সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, এই রকমের একটা শঙ্কা থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ