Wednesday, October 15, 2025

যুক্তরাষ্ট্রে অনন্য কীর্তি গড়লেন মেসি

আরও পড়ুন

নিউইয়র্ক সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে মেসি এমএলএসে নতুন ইতিহাস গড়লেন। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত খেলতে না পারলেও সুযোগ পেলেই ঝলক দেখাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিউইয়র্ক সিটি ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ৪-০ গোলে হেরে যায়। মেসি এই ম্যাচে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন।

এবারের পারফরম্যান্সের মাধ্যমে মেসি এমএলএস ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন। টানা দুই মৌসুমে কমপক্ষে ৩৫ সরাসরি গোল অবদানে নাম লেখানো প্রথম খেলোয়াড় হিসেবে মেসির খ্যাতি আরও বাড়ল।

আরও পড়ুনঃ  যে কারণে পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিল জনতা, চলছে উত্তেজনা

ম্যাচের বিস্তারিত:

.প্রথমার্ধের ৪৩ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন ব্যালটেজার রদ্রিগেজ।

.দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে নিজেই গোল করেন মেসি।

বিজ্ঞাপন

.৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ।

.৮৬ মিনিটে আরও একটি গোল করেন মেসি।

এবারের মৌসুমে মেসির এমএলএসে সরাসরি অবদান দাঁড়ালো ৩৭-এ, যেখানে ২৪ গোল ও ১১ অ্যাসিস্ট রয়েছে। এ ছাড়া এমএলএস কাপ প্লে-অফে করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট।

জয়ের ফলে ইন্টার মায়ামি ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া (৩১ ম্যাচে ৬০ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে সিনসিনাটি (৫৮ পয়েন্ট)। মেসির এই রেকর্ড এবং পারফরম্যান্স ইন্টার মায়ামির জন্য গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ