Wednesday, October 15, 2025

৫ আগস্ট পদত্যাগ করেননি হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের

আরও পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত বছর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি — বরং দেশে অবস্থা খারাপ হওয়ায় তিনি ভারতে চলে যেতে বাধ্য হন। এই দাবি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, যারা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মামলা পরিচালনা করছেন।

ট্রাইব্যুনালে ২১ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন সাক্ষ্য ও জেরার সঙ্গে সংশ্লিষ্ট প্রসঙ্গে আমির হোসেন বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকারের পতনের আহ্বান ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল এবং জুলাই–আগস্টে সংগঠিত আন্দোলনের পেছনে দেশি-বিদেশী শক্তির হাত ছিল। তিনি যুক্ত করেন, ওই সময়ে তাঁর মক্কেলের বিরুদ্ধে “পদত্যাগ” বিষয়ক প্রচারণা চালানো হয়েছিল; বাস্তবে তারা পদত্যাগ করেননি।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীতে বড় রদবদল

স্টেট ডিফেন্স রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আরও বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আন্দোলন দমন বা জনগণের ওপর লেথাল ফোর্স ব্যবহারের নির্দেশ দেননি; বরং শান্তি ও শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে কোনভাবে মানবতা-বিরোধী অপরাধ সংঘটিত হয়নি এবং তার ক্লায়েন্টরা ওই ধরনের অপরাধের জন্য দায়ী নন।

তবে প্রসিকিউশন সেখানে আপত্তি তুলেছে এবং বলেছে, এই মামলাতে প্রসঙ্গভঙ্গ করে সমসাময়িক রাজনৈতিক বিষয় আলোচনা করার সুযোগ নেই; মামলার বিষয়বস্তুকেই কেন্দ্র করা উচিত। সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে নাহিদ ইসলাম এবং অন্যান্যরা স্টেট ডিফেন্সের বয়ান প্রত্যাখ্যান করেছেন এবং হত্যাসহ নকল দাবিগুলো বিষয়ে তদন্ত প্রক্রিয়ার উপর জোর দিয়েছেন।

আরও পড়ুনঃ  পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুস°রাত ফারিয়ার

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলাটিতে বর্তমানে সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ