বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে। দুই শতাধিক প্রার্থীকে ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে, অন্য ৫০টির মতো আসনে যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটের জন্য কিছু আসন রাখার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং নির্বাচিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন। যেসব এলাকায় বিভাজন বা দ্বন্দ্ব আছে, সেখানে সম্ভাব্য প্রার্থীদের একযোগে নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বরিশাল-৫, ঢাকা-৪, ঢাকা-৮, ঢাকা-১৩, ঢাকা-১৬ ও ঢাকা-১৭সহ দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের আলোচনা হয়েছে। এছাড়া পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ভোলা, বরিশাল, ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল ও সুনামগঞ্জের কিছু আসনে প্রার্থীদের এলাকায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলের সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য ইতোমধ্যে মাঠ জরিপ সম্পন্ন হয়েছে এবং প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে। অনেক এলাকায় তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে, এবং ছাত্রদলের কয়েকজন প্রতিশ্রুতিশীল নেতা এবার নির্বাচনে মনোনীত হতে পারেন।