Monday, August 18, 2025

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত বহু

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসিতে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ আগস্ট) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় আশপাশের এলাকায় ব্যাপক কম্পন তৈরি হয়। অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তবে ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিক নিহতের খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে এ অঞ্চলে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুনঃ  জুলাই গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ আলম

২০২১ সালের জানুয়ারিতে দেশটির সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং গৃহহীন হয় হাজার হাজার মানুষ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ