Friday, August 15, 2025

অবশেষে পরিচয় পাওয়া গেল ধানমন্ডি ৩২ নম্বরে হা*মলার শিকার সেই ব্যক্তির ।

আরও পড়ুন

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে সেখানে অবস্থান নেওয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার পর এই ঘটনা ঘটেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে।

জানা গেছে, হামলার শিকার ওই শিবির নেতার নাম মুহাম্মদ মামুন। তিনি ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

বিষয়টি নিশ্চিত করে মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেখানে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মব মব ক্রিয়েট করে হামলা করছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও হামলাকারীদের বারবার পরিচয় আমার পরিচয় দিলেও তা শুনেননি। তবে পরবর্তীতে ধানমন্ডি শাখা ছাত্রদলের এক নেতা ঘটনার মিমাংসা করেছেন।

আরও পড়ুনঃ  ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মামুন ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি ধানমন্ডি ৩২ নাম্বার হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে পরিচয় জানার পরে একজন সবার পক্ষ থেকে ‘সরি’ বলছে। বিষয়টি সেখানেই সমাধান হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ঘটনাস্থলে একটু আগে এসেছি। এরকম কিছু শুনিনি। এটা ভুল বোঝাবুঝি হতে পারে। তারপরও খোঁজ নিচ্ছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ