Thursday, August 14, 2025

আবারও পাক-ভারত ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

আবারও ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মাত্র তিন মাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৮৭ ঘণ্টাব্যাপী যুদ্ধ থেমে গেলেও তার রেশ এখনো কাটেনি। সিন্ধু নদের পানি বন্টন নিয়ে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কড়া হুঁশিয়ারির পরের দিনই সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। আহতদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উড়িতে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। ভারতের সরকারি সূত্রের দাবি, পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি ছোড়া হয়। পরে উভয়পক্ষের তুমুল সংঘর্ষে একজন ভারতীয় সেনা প্রাণ হারান।

আরও পড়ুনঃ  তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

মাত্র তিন মাস আগে সংঘটিত যুদ্ধের সময় পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতি ছিল ২২ গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল। সেই ক্ষতি ভুলে না গিয়েই কি দুই দেশ আবারো যুদ্ধে জড়িয়ে পড়বে—এমন প্রশ্ন দেখা দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে একদল অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। এটি সাধারণ অনুপ্রবেশ ছিল না; হামলাকারীরা পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায় বলে দাবি করা হয়েছে। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এবং একজন সেনা গুরুতর আহত হয়ে মারা যান। একই ধরণের অনুপ্রবেশ ও সংঘর্ষের ঘটনা এর আগেও কাশ্মীরের পেহলগামে ঘটেছিল।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: প্রবাসীদের জন্য বিশাল সুখবর!

এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু নদীতে ভারত যদি বাঁধ নির্মাণ করে তবে তা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। এরপরও যদি ভারত পরিকল্পনা বাস্তবায়নে অটল থাকে, তবে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে নয়া দিল্লিকে।

এসব হুমকি ও সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি অবনতির দিকে গেলে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের বড় আকারের সংঘাত শুরু হতে পারে। তবে সেটি সময়ই বলে দেবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ