Wednesday, April 9, 2025

ডোবা থেকে হান্নান কবিরাজের লাশ উদ্ধার

আরও পড়ুন

মাদারীপুরের কালকিনিতে একটি জলাশয় থেকে হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যান চালক হান্নান ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার দক্ষিণ ধুয়াশা গ্রামের আজিজ কবিরাজের ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কালকিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে হান্নান কবিরাজের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  আন্দোলনের মাস্টারমাইন্ড বিষয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

পৌরসভার সাবেক কাউন্সিলর আাসাদুজ্জামান লাবু জানান, ধারণা করা হচ্ছে, গভীর রাতে হান্নান মহাসড়কে ভ্যান চালানোর সময় অন্য কোন যানবাহন এসে তাকে ধাক্কা দিয়ে ভ্যানসহ ডোবার পানিতে ফেলে দেয়। এতে তার মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ