Thursday, July 31, 2025

বঙ্গভবনে আন্দোলনের প্রয়োজন নেই, জনগণের মেসেজটি আমরা পেয়েছি

আরও পড়ুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে হওয়া আন্দোলন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই।

জনগণের মেসেজটি আমরা সবাই পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যা: শিমুল-তানভীরের জামিন নামঞ্জুর

আরও পড়ুনঃ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাবিতে আনন্দ মিছিল

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ছাত্রলীগ নিষিদ্ধের খবর প্রকাশিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তারা আনন্দ মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন।

এ সময় শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’; ‘মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো’; ‘হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ – ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  রাতভর নিখোঁজ, দিনে থানায় পাওয়া গেল গার্ডিয়ানের নূর মোহাম্মদকে

এদিকে আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আনন্দমিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ