Thursday, April 10, 2025

ইমামকে কুপিয়ে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের ইমামসহ দুজনকে কুপিয়ে পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে মিজু নেশাগ্রস্ত অবস্থায় ওই এলাকার মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাত করে।

তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে স্থানীয়রা মিজুকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সহকারী পুলিশ কমিশনার ইফতেখারের সন্ধান চেয়ে স্ত্রীর চিঠি

বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মেহেদি হাসান জানান, পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইমাম মো. হোসেন। মূলত এই কারণে ক্ষিপ্ত হন মিজু। এ কারণেই তাকে হত্যার পরিকল্পনা করেন মিজু।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফরহাদ আলী সুইট জানান, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন লোহা দিয়ে জখম করে তাকে হত্যা করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ