Tuesday, October 14, 2025

মসজিদে নববিতে ৬০ বছর শিক্ষকতা করা শেখ বশিরের ইন্তেকাল

আরও পড়ুন

মসজিদে নববির প্রবীণ কুরআন তেলাওয়াতের শিক্ষক শেখ বশির বিন আহমেদ সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। দীর্ঘ ৬০ বছর ধরে এই পবিত্র স্থানে কুরআন শিক্ষার জন্য নিবেদিত এই মহান শিক্ষক বহু প্রজন্মের গুণী ছাত্র তৈরি করে গেছেন।

বুধবার (১ অক্টোবর) তিনি ইন্তেকাল করেন। শেখ বশির বিন আহমেদ সিদ্দিকের অফিসিয়াল এক্স একাউন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

তার ইন্তেকালে মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। শেখ বশির কুরআনিক শিক্ষার এক স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন, এবং তার ছাত্রদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক বহু পবিত্র মসজিদের ইমাম ও খ্যাতিমান আলেম।

আরও পড়ুনঃ  অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে: মেজর হাফিজ

জানা যায়, শেখ বশির নববী মসজিদে ছয় দশক ধরে কুরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন সাবেক হারামের ইমাম শেখ মুহাম্মদ আইয়ুব ও শেখ আলী জাবের, বর্তমান নববী মসজিদের ইমাম শেখ আব্দুল মুহসিন আল-কাসিম ও শেখ সালাহ আল-বুদাইর, এবং প্রবীণ স্কলার কাউন্সিলের সদস্য শেখ মুহাম্মদ আল-মুখতার আল-শানকিতি।

তার খ্যাতি এবং তাজবিদ (তেলাওয়াতের নিয়মাবলি) এর গভীর জ্ঞানের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসতেন। শেখ বশিরের শিক্ষণ পদ্ধতি ছিল ঐতিহ্যবাহী শিক্ষা কৌশল এবং গভীর পাণ্ডিত্যপূর্ণ অন্তর্দৃষ্টির এক অনন্য মিশ্রণ। তার হাতে গড়া হাজার হাজার ছাত্র আজ ইসলামের পবিত্রতম স্থানগুলিতে ইমামতি করছেন এবং বিভিন্ন জ্ঞানিক কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে থেকে তার রেখে যাওয়া ঐতিহ্যকে বহন করে চলেছেন। তার ইন্তেকাল নিঃসন্দেহে কুরআনিক শিক্ষার জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করে মসজিদে নববির কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ