Wednesday, October 15, 2025

জেন-জি বিক্ষোভে এবার আরেক দেশে সরকার পতন

আরও পড়ুন

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে শুরু হওয়া তরুণ প্রজন্মের এই আন্দোলন গত কয়েক বছরে দেশটিতে দেখা দেওয়া সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে আটক আ.লীগ কর্মীর পরিচয় নিয়ে যা জানা গেল

রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিজিওনা মালাগাসি (টিভিএম)–এর ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, “সরকারের সদস্যরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন না করে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি। তরুণদের আহ্বান আমি শুনেছি, তাদের কষ্ট বুঝতে পেরেছি।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় পদক্ষেপ নেওয়া হবে এবং তরুণদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ সমস্যার কারণে জনগণের যে ক্ষোভ ও ভোগান্তি তৈরি হয়েছে, তা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  এইমাএ পাওয়া: আবারও নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

রাজধানী আন্তানানারিভোতে সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। বিদ্যুৎ–পানি সংকটের বিরুদ্ধে শুরু হওয়া এ আন্দোলন সহিংসতায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল হয় রাজধানীসহ বিভিন্ন শহর।

বিশ্লেষকেরা বলছেন, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার নেপালের জেন-জি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণ–তরুণীরা রাজপথে নামেন।

তবে জাতিসংঘের দেওয়া হতাহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিক্ষোভকে ঘিরে নানা গুজব ছড়ানো হচ্ছে এবং দায়িত্বশীল পক্ষগুলোকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ