Wednesday, October 8, 2025

বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আরও পড়ুন

রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটি দেশের এই সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ২০৩ মিলিমিটার। রাজধানীতে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়ে আজ বুধবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুনঃ  আল-জাজিরার প্রতিবেদনে উঠে এল আয়না ঘরের বর্ণনা?

আজ বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবরুন নেছা দ্য ডেইলি ক্যাম্পাস বলেন, ‘৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এরপর বৃষ্টি কমে যাবে এবং আবার গরম পড়তে পারে।”

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে আজ একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের অনেক জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা

আবহাওয়া অফিস জানিয়েছে, ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ‘ভারী বৃষ্টি’ হিসেবে বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত কমবেশি অব্যাহত থাকতে পারে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ