Tuesday, October 14, 2025

আগুনে পুড়ে ভাইসহ শিশুশিল্পীর মৃত্যু

আরও পড়ুন

ভারতের রাজস্থানে নিজ বাসায় আগুনে পুড়ে মারা গেছে ৮ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা ও তার ১৬ বছর বয়সী বড় ভাই শোরিয়া শর্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে কোটা শহরের একটি আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে তাদের কোটার বাসায় আগুন লাগে। ওই সময় বীর শর্মা ও তার বড় ভাই শোরিয়া শর্মা বাসায় একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন।

আরও পড়ুনঃ  ১৫ আগস্ট কি ছুটিই থাকছে? যা জানা গেলো

স্থানীয়রা জানান, ভোরের দিকে বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বীর শর্মা সনি সাব চ্যানেলের ধারাবাহিক ‘শ্রীমাদ রামায়ন’-এ পুষ্কল চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিল। তার ভাই শোরিয়া শর্মা একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ