Tuesday, October 14, 2025

নির্বাচনের আগেই বিজয়ের স্বাদ পাচ্ছেন যে ৪ প্রার্থী!

আরও পড়ুন

আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হোম অব ক্রিকেট। তফসিলের কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে নির্বাচনের আগে জয় নিশ্চিত হয়েছে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীর।

বিজ্ঞাপন
তফসিল অনুসারে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলেছে মনোনয়ন জমার কাজ। এর আগে গতকাল (শনিবার) তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর।

তবে আজ মনোনয়ন জমা দিয়েছে ৫১জন। এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে (জেলা বিভাগ) জমা পড়েছে ১৫টি মনোনয়ন। যেখানে দেখা গেছে খুলনা থেকে ২টি মনোনয়ন জমা পড়েছে। 

এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। ফলে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বিভাগ থেকে পরিচালক হতে যাচ্ছেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক।

আরও পড়ুনঃ  দুই স্যুটকেসে কী নিয়ে গেছেন শেখ হাসিনা?

বিজ্ঞাপন

এ ছাড়াও বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন জমা পড়েছে ১টি। ফলে সাখাওয়াত হোসেন হতে যাচ্ছেন এই বিভাগের নতুন পরিচালক। চারজনের জমা দেওয়া মনোনয়ন বৈধ হলেই কেবল বিসিবির পরিচালক হয়ে যাবেন তারা। 

বিজ্ঞাপন
রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি, এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে। 

এ ছাড়াও আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, তামিম ইকবালরা নিজেদের পরিচালক পদের মনোনয়ন জমা দিয়েছেন। ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। 

আরও পড়ুনঃ  নতুন এক ভয়াবহ সড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন সারজিস

এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে নতুন যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ