জমির দলিলে যেভাবে নাম লেখা থাকে, অনেক সময় তা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের সঙ্গে মেলে না। এ ধরনের অমিল থেকে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে। জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজও আটকে যেতে পারে। তবে চিন্তার কারণ নেই—এ সমস্যার রয়েছে সহজ এবং আইনসম্মত সমাধান।
কীভাবে করবেন সমাধান?
১. প্রত্যয়নপত্র সংগ্রহ করুন
প্রথমে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে।
ইউনিয়নে হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে
শহরে হলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে
প্রত্যয়নপত্রে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে যে দলিল ও এনআইডিতে থাকা নাম দুটো আসলে একই ব্যক্তিকে বোঝায়।
২. এফিডেভিট তৈরি করুন
একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি এফিডেভিট করতে হবে।
এখানেও উল্লেখ থাকবে—দুই নামে পরিচিত হলেও আসলে ব্যক্তি একজনই।
৩. দপ্তরে জমা দিন
প্রত্যয়নপত্র ও এফিডেভিট একসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিন। নিয়ম মেনে জমা দিলে সহজেই নামজারি, বিক্রি বা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই।
পরামর্শ
সময়মতো কাগজপত্র মিলিয়ে নিন
ভুল থাকলে দ্রুত সংশোধন করুন
প্রয়োজনে আইনজীবীর সাহায্য নিন