Tuesday, October 14, 2025

ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে বাংলাদেশ পুলিশের পোস্ট

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে– এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশে পুলিশের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে। 

বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

‘প্রকৃতপক্ষে ভিডিওটি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ১৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে নওরীন সুলতানা নামে এক তরুণীর ওপর হামলার ঘটনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, চট্টগ্রামের একটি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।’

আরও পড়ুনঃ  ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর

বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে পুলিশ আরও জানায়, এ ঘটনায় নওরীন ও তার পরিবারের সদস্যরা আহত হন এবং মামলাও দায়ের হয়। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে এ ঘটনার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের পর ফেলে রাখার দাবিটি সত্য নয় বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ