Tuesday, October 14, 2025

কবে দেশে ফিরবেন তারেক রহমান জানালেন :মীর্জা ফখরুল

আরও পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব ধরনের আইনগত সমস্যা সমাধান হলে দেশে ফিরবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত সংবাদপত্র ‘ঠিকানা’-কে তিনি বলেছেন, তারেক রহমানের ফেরার সময় ঠিক করা হবে রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনা করে।

মির্জা ফখরুল বলেন, “উনি দেশে আসবেন সেই মুহূর্তে যখন তার সব লিগ্যাল সমস্যা সমাধান হবে। আমরা চাই তার সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে। পলিটিক্যালি যখন সময় তৈরি হবে, তখন তিনি ফিরবেন।”

আরও পড়ুনঃ  গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে পাড়ি দিয়েছে ২০ হাজার ভারতীয়

একই সাক্ষাৎকারে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “রাজনীতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। প্রতিটি দলের নিজস্ব রাজনৈতিক চিন্তা-ভাবনা থাকে। আমাদের জামায়াতের সঙ্গে সম্পর্ক ভালোই আছে, কোনো খারাপ নেই।”

তিনি আওয়ামী লীগ নিয়ে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের নষ্ট করেছে। জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা নেই। যারা গণহত্যা বা দেশের প্রতিষ্ঠান ধ্বংসের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় বিচার হওয়া উচিত। আমাদের চেয়ারম্যানও বলেছেন, কোনো রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার পক্ষ নয়। তবে যদি কোনো দল গণহত্যার সঙ্গে জড়িত হয়, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।”

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ