Wednesday, October 8, 2025

তরুণ-তরুণীকে রাতে ঘরে আটকে নির্যাতন, সকালে খুঁটিতে বেঁধে পিটুনি

আরও পড়ুন

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় পরকীয়ার অভিযোগে তরুণী ও তার পার্শ্ববর্তী গ্রামের তরুণকে রাতভর ঘরে আটকে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে।

ভুক্তভোগী তরুণীর স্বামী সৌদি আরব প্রবাসী। অভিযোগ অনুযায়ী, ওই তরুণী পার্শ্ববর্তী চারিয়া গ্রামের তরুণ ওয়াহিদ (২৯) এর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছিলেন। শনিবার রাতে তাদের একটি ঘরে আটকে রাখার পর রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাবিবুর রহমান দু’জনকে পিটুনি দেন। এ সময় কুলসুম নামের এক নারীও তাদের পিটুনি দিতে দেখা গেছে। হাবিবুরকে আরও কয়েকজন সহযোগিতা করেছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্র সমর্পণ করবে কিনা, সিদ্ধান্ত জানালো হামাস নেতা!

নির্যাতনের শিকার তরুণী জানান, শনিবার গভীর রাতে আসামিরা তার ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে গেছে। এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে আটকে রেখে রাতভর নির্যাতন চালানো হয়। পরদিন সকালে আবার বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার জানিয়েছেন, তরুণী বর্তমানে আশঙ্কামুক্ত, তবে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ওয়াহিদও চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে প্রেমের টানে ঘর ছাড়লো হিন্দু কিশোরী ও মুসলিম কিশোর

ওয়াহিদের বাবা মজলু মিয়া কটিয়াদী থানায় অভিযোগ করলে পুলিশ বুধবার কুলসুম ও বোরহান উদ্দিনকে আটক করে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, অন্য ব্যক্তিদেরও আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ